টুইটার নির্বাহীর ‘টুইট’ বিভ্রাট

সহকর্মীকে ‘প্রাইভেট টুইট’ পাঠাতে গিয়ে দুর্ঘটনাবশত পাবলিক টুইট করে বিপাকে পরেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার(সিএফও) অ্যানথনি নোটো। পোস্ট করার পর দ্রুত ওই টুইট ডিলিট করলেও ব্যবহারকারীদের চোখ এড়াতে পারেননি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 02:05 PM
Updated : 27 Nov 2014, 02:05 PM

বিবিসি জানিয়েছে, এক সহকর্মীকে উদ্দেশ্য করে লেখা টুইটে কোনো এক প্রতিষ্ঠানের স্বত্ত্ব কিনে নেওয়ার ব্যাপারে বলেছিলেন নোটো। টুইটটি ছিল এমন, “আমার মনে হয় আমাদের প্রতিষ্ঠানটি কেনা উচিত। তোমার তালিকায় ডিসেম্বরের ১৫ বা ১৬ তারিখে তিনি রয়েছেন...তাকে রাজি করাতে হবে। এ বিষয়ে আমার একটি পরিকল্পনা আছে।”

টুইটার প্রায়শই মাইক্রোব্লগিং সেবাকে কেন্দ্র করে ভালো ফিচার নির্মাতা বিভিন্ন ছোট প্রতিষ্ঠান কিনে থাকে। ফলে ইতোমধ্যেই নোটো ওই টুইটে কোন প্রতিষ্ঠান ইঙ্গিত করছিলেন, সেটা নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা ।

প্রযুক্তিবিষয়ক সাইট রিকোডের তারণা করছে, সেলফি তোলার অ্যাপ ‘শটস’ বা সমালোচিত অ্যাপ ‘সিক্রেট’ কেনার ব্যাপারে কথা বলছিলেন নোটো। সিক্রেট অ্যাপটির মাধ্যমে নিজ পরিচয় গোপন রেখে এক সঙ্গে অনেকের কাছে মেসেজ শেয়ার করা যায়।