স্মার্টওয়াচের বিরুদ্ধে ‘বনেদি’ হাতঘড়ি নির্মাতারা

স্মার্টওয়াচ ডিজাইনের সময় বিলাসবহুল ঘড়ির ডিজাইন অনুসরণ বন্ধের লক্ষ্যে এর সঙ্গে জড়িত সাইটগুলোতে ‘সিজ-অ্যান্ড-ডিসিস্ট’ নোটিশ পাঠাচ্ছে ওমেগা, ফসিল ও কার্টারের মতো বিলাসবহুল ঘড়ি নির্মাতা ব্র্যান্ডগুলো।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 02:03 PM
Updated : 27 Nov 2014, 02:03 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অনেক নির্মাতা প্রতিষ্ঠানই গ্রাহকদের স্মার্টওয়াচের ডিজাইন কাস্টোমাইজ করার সুযোগ দিয়ে থাকে। বিখ্যাত হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন স্মার্টওয়াচ কাস্টোমাইজ করে দেয় এমন সাইটগুলোকে  ট্রেডমার্ক আইন লংঘনের অভিযোগে আইনি নোটিশ পাঠাচ্ছে ও ট্রেডমার্ক কন্টেন্ট সড়ানোর জন্য ২৪ ঘন্টা সময় দিচ্ছে।  

এই ইসুতে সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

ব্যবহারকারীদের স্মার্টওয়াচে প্রচলিত হাতঘড়ির ইন্টারফেইস ডাউনলোডের সুযোগ দেয় এমন একটি সাইট ফেইসরিপো। আইনি নোটিশ পেলে কপিরাইট করা ডিজাইনগুলো যতো দ্রুত সম্ভব নামিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাইটটি। 

বর্তমানে বাজারে স্যামসাং, সনি, এলজি থেকে শুরু করে বেশ কয়েকটি ব্র্যান্ডের স্মার্টওয়াচ রয়েছে। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলয়ের স্মার্টওয়াচ ‘অ্যাপল ওয়াচ’ বাজারে আসবে ২০১৫ সালে।