প্রতি প্রান্তিকেই কমেছে আইপ্যাড রপ্তানি

২০১৪ সালের প্রতি প্রান্তিকেই কমেছে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইপ্যাডের রপ্তানি। মার্কিন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)-এর এক সাম্প্রতিক প্রতিবেদনের বেড়িয়ে এসেছে এই তথ্য।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:36 PM
Updated : 26 Nov 2014, 12:36 PM

প্রতি প্রান্তিকে বিক্রি কমলেও এখনও যুক্তরাষ্ট্রের ট্যাবলেট কম্পিউটার বাজারে আধিপত্য ধরে রেখেছে অ্যাপল। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল বিশ্বব্যাপি গতি হারিয়েছে ট্যাবলেট কম্পিউটারের বাজার।

ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তায় ভাটা পড়ার দুটি সম্ভাব্য কারণ জানিয়েছে আইডিসি। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটির মতে প্রথমত ব্যবহারকারীরা একটি ট্যাবলেট দীর্ঘ দিন ব্যবহার করেন।

আর দ্বিতীয়ত বাজারে জনপ্রিয়তা বাড়ছে এখন বড় ডিসপ্লের স্মার্টফোনের। ফলে নতুন ট্যাবলেটের বদলে স্মার্টফোনের দিকেই ঝুঁকছেন ব্যবহারকারীরা, বিক্রি কমছে ট্যাবলেটের।