বিং-এ যুক্ত হল ইমোজি সার্চ

অক্ষরের বদল এখন ইমোজি লিখেই সার্চ করতে পারবেন বিং ব্যবহারকারীরা। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন সার্চ ইঞ্জিনটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:07 PM
Updated : 24 Nov 2014, 12:07 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মোবাইল বা ডেস্কটপে ইমোজির অর্থের ভিত্তিতে সার্চ ফলাফল দেখাবে বিং।

নতুন এই ফিচার প্রসঙ্গে বিং জানিয়েছে, ব্যবহারকারীরা প্রতিনিয়ত যেভাবে যোগাযোগ করে থাকে এটিও সেরকমই একটি পন্থা। যেসব ইমোজি নিয়ে সমস্যা হবে সেগুলোর একাধিক ব্যাখ্যাও দেখাবে বিং। ফিচারটি বিভিন্ন ইমোজির সমন্বয় বা শব্দ এবং ইমোজির সমন্বয়েও সার্চ ফলাফল সেবা দিতে পারবে বলেই জানিয়েছে ম্যাশএবল।

মাইক্রোসফটের মার্কেটিং কমিউনেকেশনস বিভাগের পরিচালক ক্রেইগ বেইলিনসন জানান, গ্রাহকের সার্চ কার‌্যক্রম আরও দ্রুত ও সহজ করার জন্য এই ফিচারের সেবা যোগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি যেমন টেক্সটে ইমোজির মাধ্যমে বন্ধুরা সুশি খেতে যেতে চায় কিনা সে ব্যাপারে জানতে চাইব, ঠিক সেভাবে আমি বিং-এ সুশি শব্দটির বদলে সেটির ইমোজি ব্যবহার করেই জানতে পারব কোথায় ভালো সুশি পাওয়া যায়।”