নতুন নজরদারি বাগ ‘রেজিন”

কম্পিউটারের উপর নজরদারি করে এমন নতুন এক ‘বাগ’ আবিষ্কার করেছে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক। প্রতিষ্ঠানটির মতে, কম্পিউটারে যেসব জটিল ম্যালওয়্যার দেখা যায়, এটি তার মধ্যে অন্যতম।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:05 PM
Updated : 24 Nov 2014, 12:05 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সিমেনটেক নতুন আবিষ্কৃত এ কম্পিউটার বাগটির নাম দিয়েছে রেজিন।

সিমেনটেকের ধারণা রেজিন’ বাগটি নির্মাণের পেছনে সরকারের হাত রয়েছে। বাগটি বিশ্বের বিভিন্ন টার্গেটে মোট ছয় বছর ধরে ব্যবহার করা হচ্ছে। কম্পিউটারে একবার ইনস্টল হবার পর ‘রিজেন” স্ক্রিনশট, পাসওয়ার্ড চুরি, ডিলিট করা ফাইল রিকভারির মতো কাজ করতে সক্ষম বলেই জানিয়েছে বিবিসি।

বিশেজ্ঞরা জানিয়েছেন, রাশিয়া, সৌদি আরব ও আয়ারল্যান্ডের কম্পিউটারগুলোত এই বাগ সবচেয়ে বেশি দেখা গেছে। তাদের মতে, এটি সরকারি সংস্থা, ব্যবসায় ও বিভিন্ন ব্যক্তির উপর নজরদারিতে ব্যবহার করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, বাগটির সফটওয়্যারটির জটিলতাই ইঙ্গিত দেয় এটি আদতে কোনো রাষ্ট্রের তৈরি সাইবার-এসপিওনাজ টুল। তারা আরও জানিয়েছেন, এটি ডেভেলপ করতে অনেক সময় লেগেছে ও বাগটির ট্র্যাক গোপন করতেও এর নির্মাতারা অনেক কিছু করেছেন।

এ প্রসঙ্গে সিমেনটেকের নিরাপত্তা কৌশলী সিয়ান জন জানিয়েছেন, বাগটি দেখে মনে হয় এটি কোন পশ্চিমা সংস্থা তৈরি করেছে।