গুগল বিষয়ে ভোট দেবে ইউরোপ

ইউরোপে ওয়েব জায়ান্ট গুগলের আধিপত্য কমাবে এমন একটি সমাধান প্রস্তাবে বৃহস্পতিবার ভোট দিতে যাচ্ছেন ইরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা।   

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:03 PM
Updated : 24 Nov 2014, 12:03 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ইউরোপের মোট ৯০ শতাংশ ওয়েব সার্চই গুগল নিয়ন্ত্রণ করে থাকে।

এ প্রসঙ্গে পার্লামেন্টের সদস্য ও সমাধান প্রস্তাবটির খসরা রচয়িতা রেমন ট্রিমোসা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ একচেটিয়া হয়ে গেছে এবং এটি তাদের প্রযুক্তি ব্যবসায় প্রভাব ফেলছে। খসড়া সামাধান প্রস্তাবটি ‘গুগলের অবৈধ ও পক্ষপাতিত্বমূলক আচরণের ইতি’ দাবী করে বলেই জানিয়েছে সিএনএন।

সিএনএন এর তথ্য অনুযায়ী, প্রস্তাবটিতে অভিযোগ করা হয়েছে, সার্চ ফলাফল র‌্যাংকিংয়ে গ্রাহক অধিকারকে প্রাধাণ্য না দিয়ে গুগল নিজস্ব ব্যবসাকে প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া খসড়া সমাধান প্রস্তাবে অনলাইন মার্কেট প্রতিযোগিতা পুনরায় ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ারও আহবান জানানো হয়েছে।

সমাধান প্রস্তাবের ধারণাগুলোর মধ্যে জোর করে গুগলের ইউরোপিয়ান পরিচালনা ভাঙার মতো বেশ কিছু ধারণা রয়েছে। এ প্রসঙ্গে গুগল কোন মন্তব্য করতে রাজি হয়নি বলেই জানিয়েছে সিএনএন।

তবে বৃহস্পতিবার ভোট পাস হলেও তা কেবল একটি সুপারিশই হবে। আসল দায়িত্বটি ইউরোপিয়ান কমিশনকেই পালন করতে হবে।