এবার স্যামসাং বনাম এনভিডিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এনভিডিয়া কর্পোরেশনের তৈরি কম্পিউটার-গ্রাফিক্স চিপ বাজারজাতকরণ নিষিদ্ধ করার জন্য বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের’ কাছে আবেদন করেছে স্যামসাং।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 12:00 PM
Updated : 23 Nov 2014, 12:00 PM

দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্টের দাবি, তাদের বেশ কয়েকটি পেটেন্ট করা ডিজাইন নকল করেছে করেছে এনভিডিয়া। এনভিডিয়া নিজেদের পণ্য নিয়ে মিথ্যাচার করেছে বলেও অভিযোগ স্যামসাংয়ের।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বর মাসেই স্যামসাং আর শীর্ষ প্রতিদ্বন্দ্বী কোয়ালকমের বিরুদ্ধে পেটেন্ট নকলের অভিযোগেই মামলা করেছিল এনভিডিয়া। এবার যেন সেই মামলার বিপরীতেই পাল্টা পদক্ষেপ নিল স্যামসাং।

৪ নভেম্বর মার্কিন আদালতে দায়ের করা এক মামলায় কয়েকটি পেটেন্ট করা ডিজাইন নকলের অভিযোগে এনভিডিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ দাবিও করেছে স্যামসাং।