২০১৪ সালের নতুন নয় ইমোজি

মানসিক অবস্থা প্রকাশে কোনো বাক্য ব্যবহার না করে শুধু একটি কার্টুন বা ইমোজি’র মাধ্যমে অনুভূতী প্রকাশের প্রক্রিয়াটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। এরই রেশ ধরে প্রায় প্রতিবছর ইমোজি’র তালিকায় যোগ হয় বিভিন্ন নতুন মজাদার অভিব্যাক্তি। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 07:41 AM
Updated : 23 Nov 2014, 10:15 AM

সম্প্রতি এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ২০১৪ সালে এ তালিকায় যোগ হওয়া নতুন নয়টি ইমোজি ও সেগুলো কী অর্থ বহন করে তা প্রকাশ করেছে। এর সবকয়টি হয়ত আমাদের বাস্তবতায় মিলবে না, তবুও প্রতিবেদনটির আলোকে চলুন দেখে ও জেনে নেই ইমোজি পরিবারের নতুন নয় সদস্য সম্পর্কে-

১. বনো (Bono)

পরিচিতি: আইরিশ রক গ্রুপ ইউটু’র প্রধান গায়ক ও মানবিক সহায়তা কর্মী পল ডেভিড হিউসনের মঞ্চ নাম বনো। কখনই তাকে সানগ্লাস খুলতে দেখা যায় না। সম্প্রতি দুর্ঘটনা ও ডাউনলোড সংক্রান্ত কারণে তিনি বেশ বিরক্ত।

ব্যবহারের অর্থ : “নিজেকে এমন কেউকেটা মনে হচ্ছে যাদের ধারণা জোর করে তাদের অ্যালবাম সবার আইটিউনসে পৌঁছে দিলেই পৃথিবী বাঁচানো সম্ভব।”

২. গ্রাম্পি ক্যাট

পরিচিতি: গ্রাম্পি ক্যাট হচ্ছে বিশ্বের সবচেয়ে রাগান্বিত বিড়াল!

ব্যবহারের অর্থ: এ জীবনে আর কখনই এরকম ফালতু ইন্টারনেট মেমে দেখতে চাই না।

৩. ট্রোল

পরিচিতি: ১৯৭০ সালের জনপ্রিয় এক খেলনার নাম। পাশাপাশি এমন একজন ইন্টারনেট ব্যবহারকারী যিনি ইচ্ছাকৃতভাবে অন্যদের রাগানোর চেষ্টা করেন ও বিরোধিতা করেন।

ব্যবহারের অর্থ : ‘আসলে মজা করেছি, আমি শুধু একটু ‘ভাব নিাচ্ছিলাম’। দয়া করে আমাকে মেরো না।’

৪.হিপস্টার

পরিচিতি: লম্বা দাড়ি, ওয়্যার-রিম গ্লাস এবং মোটা শার্ট পড়া হিপস্টার দেখতে অনেকটাই ১৯ শতকের স্থুলকায় শ্রমিকের মতো। কিন্তু আদতে হিপস্টার ইন্টারনেট মার্কেটিং এজেন্সির কর্মী যার কাজ হচ্ছে ‘গ্রাম্পি ক্যাট জিফ’ তৈরি করা। আর নিজ আয় থেকে ভোক্তাদের পণ্য কিনতে পছন্দ করা যা প্রায়শ কারূশিল্পের মতো হয় ও সবসময় অধিক দামের হয়ে থাকে।

ব্যবহারের অর্থ: “মাফ করবেন, এই কোবে বার্গারের সঙ্গে কী টেমপুরা আচার থাকবে?”

৫. নো ওয়াইফাই

পরিচিতি: ওয়াইফাই চিহ্নের উপর বড় লাল দাগ, অর্থ্যাৎ ওয়াইফাই নেই।

ব্যবহারের অর্থ: “নানীর বাড়িতে আছি, টেলিগ্রাম পাঠাও!”

৬.নভেম্বর

পরিচিতি: প্রতি নভেম্বরে পুরুষরা গোঁফ রাখার বিনিময়ে বন্ধুদের কাছে অর্থসাহায্য চেয়ে থাকে। ফলাফল সবসময় যে ভালো হয় তা না!

ব্যবহারের অর্থ: “দয়া করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এটি জনস্বার্থে করা।”

৭. শাওয়ার ক্রাই

পরিচিতি: সবচেয়ে ব্যক্তিগত কান্না বা আহাজারি। কাউকে না জানিয়ে ট্যাপের পানি ছেড়ে কাঁদা।

ব্যবহারের অর্থ : “কেউ আমাকে বোঝে না!”

৮. নরোভাইরাস

পরিচিতি: কখনও এটিকে ‘উইন্টার ভমিটিং বাগ’ বলা হয়ে থাকে।

ব্যবহারের অর্থ:  “অবস্থা এখন খুবই খারাপ। খুব ভালো হয় যদি আমি টয়লেট জীবাণূমুক্ত করার শক্তি পাবার পর কাজটির তারিখ আবার নির্ধারণ করা হয়।”

৯. কিম কার্দাশিয়ান

পরিচিতি: মনে হয় না ওনার পরিচিতি দেওয়ার আর কিছু আছে! আমরা সবাই কম-বেশি নামটির সঙ্গে পরিচিত।

ব্যবহারের অর্থ: “এটা হয়তো ইন্টারনেটে ভাঙন ধরাবে না কিন্তু অবশ্যই আপনার নীম্ন কটিদেশীয় অংশে তীব্র ব্যথা দেবে!”