নতুন মেইল সেবা আনছে আইবিএম

গুগল ইনবক্স ও মাইক্রোসফট ক্লাটারের মতো ‘ভার্স’ নামে নতুন এক ‘সোশাল মেইল’ সেবা চালুর ঘোষণা দিয়েছে আইবিএম। ‘ভার্স’-এর জন্য ব্যক্তিগত ব্যবহারের থেকে, প্রাতিষ্ঠানিক ব্যবহারই প্রাধান্য পেয়েছে আইবিএমের কাছে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 12:15 PM
Updated : 19 Nov 2014, 12:15 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইবিএম ‘ভার্স’ সেবা ক্যালেন্ডার, কনটাক্ট, ফাইল শেয়ারিং থেকে শুরু করে ‘সবকিছু’ বিবেচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজগুলোকেও ‘হাইলাইট’ করতে সাহায্য করবে।

সঠিকভাবে ব্যবহার করার প্রয়োজনে ভার্সকে ব্যবহারকারী প্রতিষ্ঠানের ডেটাবেইজে অবাধ প্রবেশাধিকার দিতে হবে। তবে আইবিএম আশ্বস্ত করেছে তারা এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করবে না। বরং তারা ভার্সকে আইবিএম ক্লাউড মার্কেটপ্লেসের সঙ্গে ‘ফ্রিমিয়াম’ সেবা হিসেবে বিক্রি করবে।

আইবিএম ভার্সের বেটা সংস্করণ অভিষেক হচ্ছে নভেম্বর মাসেই। তবে পূর্ণাঙ্গ সংস্করণ ২০১৫ সালের শুরুর দিকে অ্যাপ স্টোর ও গুগল প্লে’তে আসতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।