হয়রানি ‘কারণ’ ড্রোন

সাধারণ জনগণকে হয়রানি করতে ড্রোন ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছে ব্রিটিশ মেট্রোপলিটান পুলিশ। যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কর্তৃক ড্রোন ব্যবহার বৈধ। কিন্তু ‘রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম’ নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত ডিভাইসগুলো ক্ষেত্রবিশেষে ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন তো বটেই অবৈধ কাজেও ব্যবহারের আশংকা করছে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 01:04 PM
Updated : 18 Nov 2014, 01:04 PM

বিবিসি জানিয়েছে, বিশেষ কোনো অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার বৈধ হলেও, মানুষের বসতবাড়ির আশপাশে বা ঘনবসতিপূর্ণ অঞ্চলে ব্যবহারের উপর বিধিনিষেধ আছে। ব্রিটিশ সংসদের হাউজ অফ লর্ডসের দাবি-- সুরক্ষিত এয়ারস্পেসেও অনুমতি ছাড়া ড্রোন উড়াচ্ছেন অনেকে। আর এই ড্রোনগুলোর চালক খুঁজে বের করাটাও কষ্টসাধ্য।

ড্রোন ব্যবহারের ক্ষেত্রে অনেকেই নিরাপত্তা ইসু ও আইনি বিধিনিষেধ মানছে না বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটান পুলিশের প্রধান পরিদর্শক নিক অল্ডয়োর্থ। অপরাধমূলক কর্মকাণ্ডেও ড্রোন ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।