বাংলাদেশের বাজারে গ্যালাক্সি আলফা

দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি আলফা স্মার্টফোন বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2014, 02:42 PM
Updated : 17 Nov 2014, 02:42 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, ধাতব ফ্রেমের এ স্মার্টফোনের দাম হবে ৬৫ হাজার টাকা। গ্যালাক্সি আলফাতে আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম, ৭২০ বাই ১২৮০ পিক্সেলের ৪.৭ ইঞ্চি এইচডি সুপার অ্যামলয়েড ডিসপ্লে। স্মার্টফোনটি আকারে ১৩২.৪ বাই ৬৫.৫ বাই ৬.৭ মিলিমিটার এবং ওজনে ১১৫ গ্রাম।

হার্ডওয়্যারের মধ্যে আছে আট কোরের চিপসেট, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ১ হাজার ৮৬০ মিলিঅ্যাম্পের ব্যাটারিও আছে।

মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই ফাই, জিপিআরএস/ইডিজিই, টুজি/থ্রিজি এবং এলটিই সংযোগ সুবিধা পাবেন ব্যবহারকারী। অন্যান্য ফিচারের মধ্যে আছে জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট রেট মনিটর।

কালো, সাদা, সোনালি এবং রুপালি এই চার রঙের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে স্মার্টফোনটি। কোনো সুদ ছাড়া ৬ মাসের কিস্তিতেও গ্যালাক্সি আলফা কেনার সুযোগ পাবেন আগ্রহীরা।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এজেড/আরএস/.../নভেম্বর ১৭/১৪