নজরদারিতে মার্কিন ফোন ব্যবহারকারীরা

যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন সে দেশের সাধারণ নাগরিকরাও। গোপনে মার্কিন নাগরিকদের অবস্থান, পরিচয় ও ফোন কলসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ছোট আকৃতির সেসনা প্লেন ব্যবহার করছে মার্কিন সরকার।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2014, 12:33 PM
Updated : 16 Nov 2014, 12:33 PM

গোপন এক সূত্রের বরাতে দিয়ে মার্কিন আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর এই নজরদারির খবর জানিয়েছে বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে এ ধরনের গুপ্তচরবৃত্তির সঙ্গে অন্তত একটি মার্কিন সরকারি সংস্থার সংশ্লিষ্টতার খবর নিশ্চিত করেছে সিএনএন। মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নাগরিকদেকদের উপর নজরদারি করতে ২০১০ সাল থেকে ছোট আকৃতির প্লেন ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’।

ছোট আকৃতির বিশেষ এক বাক্স বহন করে সেসনা প্লেন। নকল সেল ফোন সাইট হিসেবে কাজ করে ওই বাক্সগুলো। আসল সেল ফোন টাওয়ারের ছদ্মবেশে সংগ্রহ করে নেয় ব্যবহারকারীর বিভিন্ন ডেটা। সরকারি নথিপত্রে এই প্রযুক্তিকে আখ্যা দেওয়া হয়েছে ‘স্টিংরে’ নামে। স্টিংরের নির্মাতা ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান হ্যারিস কর্পোরেশন।  

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার বিপর্যয়ের পর থেকে এ ধরনের নজরদারি বেড়েছে বলেই জানিয়েছে সিএনএন।