আইফোন ৬ প্লাসে উইন্ডোজ ৯৫!

খবরটা একটু অবাক হওয়ার মতোই, আনকোরা নতুন আইফোন ৬ প্লাসে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম জুড়ে দিয়েছেন এক চায়নিজ প্রোগ্রামার। অ্যাপলের এই ‘লেটেস্ট’ ডিভাইসে ‘আদিকালের’ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে ব্যবহার করেছেন ওপেন সোর্স ডিওএস সিমুলেটর অ্যাপ আইডস(iDos)।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2014, 10:53 AM
Updated : 13 Nov 2014, 10:57 AM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইফোন সিক্স প্লাসে দিব্যি চলছে উইন্ডোজ ৯৫। কেবল উইন্ডোজ এক্সপিতে আপডেট করতে গেলেই বিপত্তি।

ইমুলেটরের এমন ব্যবহার নতুন কিছু নয় প্রোগ্রামারদের জন্য। গেইমিং কনসোলের জন্য তৈরি ভিডিও গেইম ডেস্কটপে চালাতে গেইমাররা সিমুলেটরের সহায় হন হরহামেশাই। তারপরও আইফোন ৬ প্লাসের মতো আনকোরা নতুন ডিভাইসে প্রায় দুই দশকের পুরানো উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের পুনরুজ্জীবন প্রযুক্তিভক্তদের স্মৃতিকাতর করছে বললে ভুল বলা হবে না।

এদিকে উইন্ডোজ ৯৫ ইনস্টল করার নানা কারিগরি প্রশ্নের মুখে পরতে হচ্ছে সেই প্রোগ্রামারকে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আইফোনে উইন্ডোজ এক্সপি ইনস্টল করার উপায় নিয়ে।

উত্তরে আইফোন ৬ প্লাসে উইন্ডোজ এক্সপি চালানো সম্ভব বলে জানিয়েছেন তিনি। তবে এক্ষেত্রে আইডস কাজে আসবে না। আইডসে এক্সপির জন্য প্রয়োজনীয় প্রাথমিক কারিগরি পরিবেশ নেই বলেই জানিয়েছেন তিনি।

“উইন্ডোজ ৯৫ ছিল ১৬ বিট অপারেটিং সিস্টেম, অপরদিকে এক্সপি ৩২বিট। এর ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিশেষ করে ‘এক্সিকিউটেবল ফাইল’ চালাতে সমস্যা হয়।”