ইনটেলের সমর্থন পেল কিশোর উদ্ভাবক

চিপ জায়ান্ট ইনটেলের সমর্থন পেল ১৩ বছর বয়সী কিশোর উদ্ভাবক শুভাম ব্যনার্জি। তার তৈরি ব্রেইল প্রিন্টার বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করবে ইনটেল।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2014, 11:47 AM
Updated : 6 Nov 2014, 11:47 AM

১২ বছর বয়সেই মার্কিন রাষ্ট্রপতি কার্যালয় হোয়াইট হাউজে লেগো কিট দিয়ে তৈরি ব্যয়সাশ্রয়ী ব্রেইল প্রিন্টার প্রদর্শন করে আলোচনায় আসেন ব্যানার্জি। ইনটেল ঠিক কী পরিমাণ অর্থের জোগান দিচ্ছে সেটা গোপন রাখলেও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এর পরিমাণ কয়েক লাখ মার্কিন ডলার।

অন্ধদের পড়ার বিশেষ ভাষা ব্রেইল। দৃষ্টি প্রতিবন্ধীরা পড়ার জন্য ব্রেইল ব্যবহার করে থাকেন।

ইনটেলের কাছ থেকে আনুষ্ঠানিক সমর্থন পাওয়ার আগ পর্যন্ত নিজের অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা ৩৫ হাজার ডলারের উপর নির্ভর করেই চলছিল ব্যানার্জির ‘ব্রেইগো ল্যাবস’। স্কুলের সায়েন্স ফেয়ার প্রজেক্ট হিসেবে তৈরি ব্যানার্জির ব্রেইল প্রিন্টার এখন পুরোদস্তুর স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।

ব্যানার্জির তৈরি প্রথম ব্রেইল প্রিন্টারের প্রথম সংস্করণ তৈরিতে ব্যবহৃত হয়েছিল লেগোর মাইন্ডস্টর্ম ইভিথ্রি রোবোটিক কিট। ব্যবহারকারী এক প্রান্তে একটি প্রিন্টারে টাইপ করলে সেই লেখাগুলো প্রিন্টারের অপর প্রান্তে কাগজে প্রিন্ট হয়ে যেত ব্রেইল পদ্ধতিতে।

আর এখন প্রিন্টারের আরও উন্নত একটি ভার্সন তৈরিতে কাজ করছেন বলেই জানিয়েছেন শুভাম ব্যানার্জি।