সার্নে নতুন প্রধান

ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-এর (সার্ন) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইতালীয় পদার্থবিজ্ঞানী ফাবিওলা জানিওত্তি। ‘গড পার্টিকল’ নামে বহুল পরিচিত হিগস-বোসন কণার খোঁজে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2014, 12:22 PM
Updated : 5 Nov 2014, 12:22 PM

সার্ন হিগস-বোসন কণার অস্তিত্ব আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ২০১২ সালের ৪ জুন। হিগস-বোসন কণা আবিষ্কারের ঘোষণা দিয়ে অ্যাটলাস (ATLAS) পার্টিকলের ডিটেক্টর থেকে পাওয়া ডেটা উপস্থাপন করেছিলেন জানিওত্তি।

জানিওত্তি ২০১৬ সাল থেকে সার্নের ইতিহাসে প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে সার্ন কর্তৃপক্ষ।

ফাবিলওলা জানিওত্তি সার্নের পদার্থবিজ্ঞান বিভাগে গবেষক হিসেবে কাজ করছেন ১৯৯৪ সাল থেকে। অ্যাটলাস এক্সপেরিমেন্টে অংশ নেওয়া বিশ্বের ৩৮ দেশের ৩ হাজার পদার্থবিজ্ঞানীর দলনেতাও ছিলেন তিনি।