কর বসছে না হাঙ্গেরির ইন্টারনেটে

ইন্টারনেট ব্যবহারের উপর কর বসছে না হাঙ্গেরিতে। দেশের নাগরিকদের বিক্ষোভের মুখে প্রতি গিগাবাইট ডেটা ট্রাফিকে ০.৬০ ডলার কর আরোপের খসড়া আইন বাতিলের খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ভিকটর ওরবান।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 11:11 AM
Updated : 1 Nov 2014, 11:11 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে নাগরিকদের প্রবল বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে হাঙ্গেরি সরকার। রোববার এক পর্যায়ে ক্ষমতাসীন ফিদেস পার্টির প্রধান কার্যালয়ের সামনে পুরনো কম্পিউটার যন্ত্রাংশ স্তূপ করে এবং অর্থ মন্ত্রণালয়ের সামনে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ নাগরিকরা।

নতুন এই খসড়া আইন গণতন্ত্রবিরোধী, নিম্নআয়ের মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং দেশ হিসেবে হাঙ্গেরি আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন বিক্ষোভকারীরা।   

হাঙ্গেরির ২০১৫ সালের বাজেটের জন্যই বিশেষ কর আরোপের প্রয়োজন বলে দাবি করেছিল ক্ষমতাসীন ফিদেস পার্টি।

খসড়া আইন বাতিল করা প্রসঙ্গে এক রেডিও সাক্ষাৎকারে ওরবান বলেন, “কোনো কিছু যদি সাধারণ মানুষের পছন্দ না হয় এবং অপ্রয়োজনীয় মনে হয় তবে সেটা করা উচিত নয়।”

ওই খসড়া আইনের নিন্দা জানিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নও।