গুগল ছাড়লেন অ্যান্ড্রয়েড গুরু

যার নেতৃত্বে মোবাইল ফোন আর ট্যাবলেট কম্পিউটারের বাজারে অভিষেক হয়েছিল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের, এবার গুগল ছাড়লেন সেই অ্যান্ডি রুবিন। দায়িত্ব ছাড়ার আগে গুগলের রোবটিক্স বিভাগের প্রধান ছিলেন তিনি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 06:04 PM
Updated : 31 Oct 2014, 06:04 PM

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হার্ডওয়্যারকেন্দ্রিক স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ করার জন্যই গুগল ছাড়লেন বলে জানিয়েছেন রুবিন।

এ ব্যাপারে এক আনুষ্ঠানিক বিবৃতিতে গুগলের সিইও ল্যারি পেইজ বলেন, “অ্যান্ডিকে আমি শুভকামনা জানাই। ও অ্যান্ড্রয়েডের মতো অসাধারণ কিছু সৃষ্টি করে দিয়ে গেছে-- এখন যার বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা শতকোটি।”

রুবিন গুগল ছাড়ায় রোবটিক্সের মতো দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোর উপর নজরদারি বাড়বে পেইজের। অন্যদিকে বাজারে প্রচলিত গুগলের প্রায় সব পণ্য আর সেবার দায়ভার এখন সুন্দার পিচাইয়ের উপর। 

রুবিনের প্রস্থানে রোবটিক্স বিভাগের দায়িত্ব পাচ্ছেন থাকবেন জেমস কাফনার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্ড রুবিন। ২০০৫ সালে অ্যান্ড্রয়েড কিনে নেয় গুগল। ২০০৭ সালে আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্মার্টফোন বাজারে অভিষেক হয় অ্যান্ড্রয়েডের।  

২০১৩ সালে অ্যান্ড্রয়েড ছেড়ে গুগলের রোবটিক্স বিভাগের দায়িত্ব নেন রুবিন। তার নেতৃত্বে রোবটিক্স প্রযুক্তিকেন্দ্রিক ৮টি প্রতিষ্ঠানের মালিকানা কিনেছে গুগল। ১০ বছরের একটা বড় রোবটিক্স প্রকল্প নিয়ে কাজ করছেন বলে একাধিকবার মন্তব্য করেছিলেন রুবিন।

শেষ এক সপ্তাহে বড় পরিবর্তন এসেছে গুগলের শীর্ষ পদগুলোতে। অক্টোবরের শেষ সপ্তাহেই ইউটিউব বাদে গুগলের সব পণ্যের দায়িত্ব সুন্দর পিচাইয়ের উপর ছেড়ে দিয়েছেন ল্যারি পেইজ।

সব পণ্যের দায়ভার পিচাইয়ের কাছ হস্তান্তর করার ফলে, গুগলের যে বিভাগীয় প্রধানরা সরাসরি ল্যারি পেইজের কাছে রিপোর্ট করতেন তাদের এখন উর্ধতন কর্মকর্তা হিসেবে সুন্দার পিচাইয়ের কাছে রিপোর্ট করতে হবে।