মাইস্পেস ব্যর্থতা আমার: মারডক

ফেইসবুক, ইউটিউবের মতই জনপ্রিয় হতে পারত সোশাল নেটওয়ার্কিং সাইট মাইস্পেস আর ওই ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 12:58 PM
Updated : 30 Oct 2014, 12:58 PM

বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল ডিজিটাল কনফারেন্সে সাইটটির ব্যার্থতার দায়স্বীকার করেন নিউজ কর্পোরেশনের প্রধান— জানিয়েছে বিবিসি। তিনি বলেন, ‘মাইস্পেস ছিল একটি বড় ধরনের বাজি, যাতে যোগ হয়েছে একর পর এক ভুল সিদ্ধান্ত।

“আমাদের উচিৎ ছিল- হয় মাইস্পেস-এর চলতি ব্যবস্থাপনার উপর আস্থা রাখা অথবা তা পুরোপুরি পাল্টে ফেলা।”

“তখন ফেইসুবকও আসেনি। সে সময় মাইস্পেসের একটি পরিকল্পনা ছিল ভিডিও শেয়ারিং সাইট করার। (সেটি করতে পারলে) আমরা ইউটিউব থেকে অন্তত তিন মাস এগিয়ে থাকতাম।”— যোগ করেন মারডক।

২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সোশাল নেটওয়ার্কিং সাইট মাইস্পেস। ২০০৫ সালে মারডকের নিউজ কর্পোরেশন ৫৮ কোটি ডলারে কিনে নেয় সাইটটি। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মাই স্পেস ছিল সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট।

২০১১ সালে মাত্র সাড়ে ৩ কোটি ডলারের বিনিময়ে সাইটটির মালিকানা বিক্রি করে নিউজ কর্পোরেশন।