আলিবাবা প্রধান চীনে শীর্ষ ধনী

চীনের শীর্ষ ধনী হিসেবে ব্যক্তি ঘোষিত হয়েছেন ই-কমার্স জায়ান্ট আলিবাবা-র মালিক জ্যাক মা। গতবছর এই স্থানে ছিলেন বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান্ডা-র প্রধান নির্বাহী ওয়াং জিয়ানলিন।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 01:11 PM
Updated : 29 Oct 2014, 01:11 PM

ফোর্বসের হিসেবে, বর্তমানে মোট ১ হাজার ৯৫০ কোটি ডলারের মালিক জ্যাক মা, গত বছর যা ছিল ৭১০ কোটি ডলার। সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রির মাধ্যমে মাত্র এক বছরে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি, জানিয়েছে বিবিসি। অপরদিকে গতবছরের শীর্ষধনী ওয়াং জিয়ানলিন নেমে এসেছেন তালিকার চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে আছেন ‘চীনের গুগল’ নামে খ্যাত প্রতিষ্ঠান বাইডু-র মালিক রবিন লি। আর তৃতীয় স্থানে আছেন মা হুয়াটেঙ্গ।

বেড়েছে চীনের ধনকুবেদের সংখ্যাও, গত বছর ছিল ১৬৮ জন, এবছর তা দাঁড়িয়েছে ২৪২ জনে।

ইংরেজি ভাষার সাবেক শিক্ষক জ্যাক মা আলিবাবা শুরু করেন ১৫ বছর আগে। বর্তমানে আলিবাবার ‘ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু’ ২৪ হাজার কোটি ডলার। চীনের ই-কমার্স বাণিজ্যের শতকরা ৮০ শতাংশের উপরেই আধিপত্য বিস্তার করে আছে প্রতিষ্ঠানটি।