এসোসিও সামিট ২০১৪-এ বিসিএস

ভিয়েতনামের হ্যানয়ে চলতি এসোসিও সামিট ২০১৪-এ অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 01:06 PM
Updated : 28 Oct 2014, 01:06 PM

২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০১৪ হ্যানয়ে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজন করা হয়েছে এবারের এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এসোসিও)'র দ্বিবার্ষিক সম্মেলন।

এবারের এসোসিও সামিটে বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম-মহাসচিব এস.এম. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ নিচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিএস।

প্রতিনিধি দলে আছেন বিসিএস পরিচালক এ.টি.শফিক উদ্দিন আহমেদ, বাইনারি লজিক স্বত্বাধিকারী মনসুর আহমেদ চৌধুরী, সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের সিইও সুব্রত সরকার, পিসি গার্ডেনের সিইও আহসানুল ইসলাম নওশাদ, সুপিরিয়র ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মঞ্জুরুল হক, সিএনএস কম্পিটারের সিইও হাসান কাজী মাহমুদুল, অ্যালোহা আইশপের সিইও আবু নাছের এবং এস এন টেকনোলজির স্বত্বাধিকারী আবদুল মালাক খান।

সম্মেলনে বিসিএস প্রতিনিধি দল এসোসিও সামিটের বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।