রানী এলিজাবেথের প্রথম টুইট

লন্ডনের সায়েন্স মিউজিয়ামে নতুন ‘ইনফর্মেশন এজ এক্সিবিশিন’ উদ্বোধন করার সময় প্রথমবারের মতো মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহার করলেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। ‘@BritishMonarchy’ অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা টুইটে নতুন প্রদর্শনী উন্মোচনের পর নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 12:28 PM
Updated : 25 Oct 2014, 12:28 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইনফর্মেশন এজ এক্সিবিশিন’-এর পেছনে টানা তিন বছর কাঠখড় পুড়িয়েছে লন্ডনের সায়েন্স মিউজিয়াম। প্রদর্শনীটিকে বলা হচ্ছে জাদুঘরটির সবচেয়ে উচ্চকাঙ্খী প্রকল্পগুলোর একটি।

নিজের প্রথম টুইটে রানী বলেন, “সায়েন্স মিউজিয়ামের ইনফর্মেশন এজ এক্সিবিশন উন্মুক্ত করতে পেরে আমি আনন্দিত। আশা করছি সবাই এই প্রদর্শনী উপভোগ করবেন।”

টেলিগ্রাম থেকে শুরু স্মার্টফোন পর্যন্ত তথ্য প্রযুক্তির জগতে মানবসভ্যতার অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে ওই প্রদর্শনীতে। প্রদর্শনীতে স্থান পেয়েছে ইউরোপ আর উত্তর আমেরিকার মধ্যে প্রথম টেলিগ্রাফ সংযোগ স্থাপনকারী কেবলটি। আছে স্যার টিম বার্নার্স লির নেক্সট (NeXT) কম্পিউটার, যা ছিল ইতিহাসের প্রথম ওয়েবসাইটের হোস্ট।