বছরের সেরা গেইম: ডার্ক সোলস ২

গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ডস ২০১৪-এ বছরের সেরা গেইমের পুরস্কার জিতে নিয়েছে অ্যাকশন আরপিজি ভিডিও গেইম ‘ডার্ক সোলস ২’। ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন মেটাল গিয়ার সলিড স্রষ্টা হিদেও কোজিমা।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 12:25 PM
Updated : 25 Oct 2014, 12:25 PM

‘পিপলস গেইমিং অ্যাওয়ার্ড’ নামেও পরিচিত গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ডস। বার্ষিক এই আয়োজনে বিভিন্ন বিভাগে সেরাদের ভোট দিয়ে নির্বাচন করেন গেইমাররাই। এবারের ৩২তম গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে ভোট দিয়েছে ৯০ লাখ গেইমার।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন ক্যাটেগরিতে দুটি করে পুরস্কার জিতেছে ডেজেড, হার্থস্টোন: হিরোস অফ ওয়ারক্রাফট এবং অ্যাসাসিনস ক্রিড ৪: ব্ল্যাক ফ্লাগ।

তবে কোনো পুরস্কার জোটেনি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল গেইম ‘ডেসটিনি’-র ভাগ্যে। এই গেইমটি তৈরিতে নির্মাতাদের খরচ হয়েছে ৩১ কোটি ডলার।