থ্রিডি ক্যামেরা অ্যাপ ‘থ্রিডি অ্যারাউন্ড’

সুইস অ্যাপ ডেভেলপার ডাকুডা তৈরি করেছে অভিনব থ্রিডি ক্যামেরা অ্যাপ ‘থ্রিডি অ্যারাউন্ড’। এই অ্যাপের সাহায্যে স্মার্টফোন আর ট্যাবলেটের ক্যামেরা দিয়েই তোলা যাবে থ্রিডি ছবি, দেখা যাবে ৩৬০ ডিগ্রি স্পিন মোডেও।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 12:21 PM
Updated : 25 Oct 2014, 12:21 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসে ‘থ্রিডি অ্যারাউন্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবে ডাকুডা।

স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে থ্রিডি ছবি তুলতে অ্যাপটি চালু করে রেকর্ড বাটনে ট্যাপ করতে হবে। তারপর যে কোনো বস্তুর চারপাশে ডিভাইসটি চক্রাকারে ঘুরালে স্বয়ংক্রিয়ভাবে ওই বস্তুর চারপাশের একাধিক ছবি তুলে একসঙ্গে জুড়ে দিয়ে থ্রিডি ছবি তৈরি করবে ‘থ্রিডি অ্যারাউন্ড’।

মোবাইল স্ক্যানার অ্যাপ ‘পকেটস্ক্যান’ এর মাধ্যমে অ্যাপ নির্মাতা হিসেবে পরিচিতি পায় ডাকুডা। এবার প্রতিষ্ঠানটির ২৫ সদস্যের ডেভেলপার দল প্রায় পাঁচ বছরের গবেষণার পর তৈরি করলেন নতুন এই ‘থ্রিডি অ্যারাউন্ড’ অ্যাপ।