অনলাইনে প্রায় সবাই হয়রানির শিকার

অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন সাইটে অপমানজনক ব্যবহার থেকে শুরু করে যৌন হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। এক হিসেবে জানা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে শতকরা ৬৫ ভাগই এর ভুক্তভোগী।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 01:15 PM
Updated : 24 Oct 2014, 01:15 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা ৪০ ভাগ প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীই হয়রানির শিকার হয়েছেন অনলাইনে। ইউএস পিউ রিসার্চ ইন্টারনেট প্রজেক্টের আওতাভুক্ত এক গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সাইটটি।

গবেষণাটি থেকে আরও জানা গেছে, অনলাইনে অপমানজনক নামে ডাকা (বুলিইং) ও বিভিন্ন হুমকীর সম্মুখীন হন প্রাপ্তবয়স্ক পুরুষরা। তবে নারীরা শিকার হন যৌন হয়রানি আর গুপ্তচরবৃত্তির। এছাড়াও আছে শারীরিক আক্রমণের হুমকিও। কখনও এসব হয়রানি চলতে থাকে দিনের পর দিন। গবেষণা প্রতিবেদনের লেখিকা মায়েভ ডুগান বিবিসিকে জানান, তরুণীরাই এধরনের হয়রানির শিকার হন সবচেয়ে বেশি।

এছাড়াও গেইমিং প্ল্যাটফর্মগুলোতে নারী ব্যবহারকারীদের দেখা হয় নেতিবাচক দৃষ্টিতে। আর অনলাইনের বিভিন্ন ফোরাম পুরুষদের জন্যই বেশি বন্ধুসুলভ বলে মন্তব্য করেছেন শতকরা ৪৪ ভাগ ব্যবহারকারী।