সুদিনের পথে মাইক্রোসফট

অফিস স্যুট, এক্সবক্স গেইমিং কনসোল, ক্লাউড সেবা আর সারফেস ট্যাবলেটের সাফল্যে সর্বশেষ প্রান্তিকে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আয় বেড়েছে শতকরা ২৫ ভাগ। বিক্রি বেড়েছে নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনেরও।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 01:13 PM
Updated : 24 Oct 2014, 01:13 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযুক্তি জগতে মাইক্রোসফটের অবস্থান যে কেবলই উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর নয়, সেটাই প্রমাণ করছে সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন। মাইক্রোসফটের বাজির ঘোড়া এখন  ক্লাউডভিত্তিক একাধিক সেবা।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলার বক্তব্য অনুযায়ী, সর্বশেষ প্রান্তিকে মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবার বিক্রি বেড়েছে ১২৮ শতাংশ। ফরচুন ৫০০-তে স্থান পাওয়া ব্যক্তিদের শতকরা ৮০ ভাগই এখন মাইক্রোসফটের ক্লাউড সেবা ব্যবহার করছেন বলে জানিয়েছেন নাদেলা।

একই সময়ের মধ্যে বিশ্বব্যাপী অফিস ৩৬৫ গ্রাহকের সংখ্যা ২৫ শতাংশ বেড়ে এখন ৭০ লাখ। শুধু সফটওয়্যার বা ক্লাউডভিত্তিক সেবা থেকে নয়, আয় বেড়েছে হার্ডওয়্যার থেকেও। সারফেস প্রো ২-এর তুলনায় দ্বিগুণ সংখ্যক সারফেস প্রো ৩ ট্যাবলেট বিক্রি করেছে মাইক্রোসফট। বিক্রি বেড়েছে এক্সবক্স গেইমিং কনসোলেরও।

তবে সবচেয়ে চমকপ্রদ পারফর্মেন্স নোকিয়া স্মার্টফোনের। এপ্রিল মাসে নোকিয়ার মোবাইল ফোন নির্মাতা বিভাগ কেনার পর এখন পর্যন্ত ২৬০ কোটি মার্কিন ডলারের নোকিয়া ফোন বিক্রি করেছে মাইক্রোসফট। ক্রমশ বাড়ছে লুমিয়া সিরিজের ‘হাই-এন্ড’ স্মার্টফোনগুলোর বিক্রির পরিমাণও।