জিমেইলে অভিনব ফিচার

খুব শিগগিরই আসছে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য জিমেইল অ্যাপের নতুন ভার্সন। প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুঞ্জন আউটলুক এবং ইয়াহুসহ অন্যান্য ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে এই অ্যাপ-এ।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 01:12 PM
Updated : 22 Oct 2014, 01:12 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, জিমেইল অ্যাপের নতুন ভারসন অভিনব এই ফিচারের খবর জানিয়েছে অ্যান্ড্রয়েডপুলিশ। সাইটটির দাবি আউটলুক, ইয়াহুসহ অন্যান্য ইমেইল অ্যাকাউন্ট অ্যাপটিতে সিংক করার সুযোগ পাবেন ব্যবহারকারী।

পাশাপাশি পুরো অ্যাপটির ডিজাইনেও অনেক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েডপুলিশ। 

জিমেইল অ্যাপ নিয়ে গুগলের নতুন এই পদক্ষেপ বেশ কৌতুহল উদ্দীপক বলে মন্তব্য করেছে ম্যাশএবল। এতদিন নিজস্ব ইমেইল প্লাটফর্মে জোর দিয়েছে গুগল। এখন জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অন্য মেইল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিলে, জিমেইল ব্যবহার করেন না এমন ব্যবহারকারীরাও অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারে উৎসাহিত হবেন বলে মন্তব্য করেছেস সাইটটি।