আয় বাড়ছে অ্যাপলের

নতুন দুই আইফোনের বদৌলতে রাতারাতি আয় বেড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে শতকরা ১৩ শতাংশ।

মৌসুম রায়বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 12:55 PM
Updated : 21 Oct 2014, 12:55 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে বাজার বিশ্লেষকদের প্রত্যাশার থেকেও বেশি আয় করেছে অ্যাপল। আইফোনের বদৌলতে সার্বিক আয় বাড়লেও হ্রাস পেয়েছে আইপ্যাডের বিক্রির পরিমাণ। আগের বছরের চতুর্থ প্রান্তিকে ১ কোটি ৩১ লাখ আইপ্যাড বিক্রি হলেও চলতি বছরের একই সময়ে তা কমে এসেছে ১ কোটি ২৩ লাখে।

চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, “আইফোন সিক্স আর আইফোন সিক্স প্লাসের উন্মোচনী অনুষ্ঠান ছিল আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অনুষ্ঠান। আর ২০১৪ আর্থিক বছরও হিসাবের খাতায় রেকর্ড করেছে।”

ডিজিটাল পেমেন্ট সার্ভিস অ্যাপল পে'র অভিষেকের দিনেই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপল। বিশ্লষকদের অনেকেই মনে করছেন ভবিষ্যতে আইফোনের পাশাপাশি অ্যাপলের মুনাফা বাড়াতে বড় ভূমিকা রাখবে অ্যাপল পে।

অন্যদিকে বিক্রি বেড়েছে ম্যাক ল্যাপটপেরও। চতুর্থ প্রান্তিকে রেকর্ড পরিমাণ ম্যাক কম্পিউটার বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাপলের সিএফও লুকা মায়েস্ট্রি।

বিশ্ববাজারে ল্যাপটপ আর ডেস্কটপ নির্মাতারা যখন ধুঁকছে তখন ম্যাক ল্যাপটপ দিয়ে এই সাফল্যে একটা জিনিস পরিষ্কার, এখনও চলছে অ্যাপলের সুদিন।