মুছে দেওয়া বিবিসি পেইজ

বিতর্কিত ‘রাইট টু বি ফরগটেন’ নীতিমালার অংশ হিসেবে সার্চ ইনডেক্স থেকে ওয়েব জায়ান্ট গুগলের মুছে দেওয়া নিজস্ব প্রতিবেদনের তালিকা প্রকাশ করবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 01:08 PM
Updated : 20 Oct 2014, 01:08 PM

ব্যবহারকারীদের আবেদনের ভিত্তিতে বিবিসির বেশ কিছু প্রতিবেদনের লিঙ্ক সার্চ ইনডেক্স থেকে মুছে দিয়েছে গুগল।

সবক্ষেত্রেই যে এই পদক্ষেপ যৌক্তিক, এমনটা নয়— মন্তব্য করেছেন সংবাদমাধ্যমটির এডিটোরিয়াল পলিসি প্রধান ডেভিড জর্ডান। পুরো বিষয়টি নিয়ে গুগলের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি।

রাইট টু বি ফরগটেন নীতিমালার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তথ্য আছে এমন পেইজগুলোর লিঙ্ক গুগলের সার্চ রেজাল্টের ইনডেক্স থেকে মুছে দেওয়ার জন্য আবেদন করতে পারে গুগলের কাছে। আবেদনের প্রেক্ষিতে যেসব সাইট থেকে তথ্য মুছে ফেলা হয় ওই সাইটগুলো নোটিশ পাঠায় গুগল।

এখন পর্যন্ত গুগল বিবিসিকে এমন ৪৬টি লিঙ্ক মুছে ফেলার নোটিশ পাঠিয়েছে বলে জানান জর্ডান। মুছে দেওয়া প্রতিবেদনগুলোর ইউআরএল আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলেই জানিয়েছে বিবিসি।

ওই তালিকার প্রতিবেদনগুলো পুনরায় প্রকাশ পাবে না বা কোনো স্পর্শকাতর তথ্যও প্রকাশ পাবে না বলে জানিয়েছেন জর্ডান। তবে এই তালিকা ‘রাইট টু বি ফরগটেন’ ইসু নিয়ে বিতর্কের ক্ষেত্রে কাজে লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।