পৃথিবীতে ফিরলো এক্স-৩৭বি

দুই বছরের অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছে মার্কিন বিমান বাহিনীর এক্স৩৭-বি মিনি-শাটল। মহাকশে প্রায় একটানা ৬৭৪ দিন অবস্থানের পর এক্স ৩৭-বি ফিরেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মার্কিন সামরিক কর্মকর্তারা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 01:04 PM
Updated : 18 Oct 2014, 01:04 PM

এক্স৩৭-বি’র যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের ১১ ডিসেম্বর। ঠিক ৬৭৪ দিন পর ১৭ অক্টোবর ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেইসে অবতরণ করে ওই মিনি-শাটল।

চালকহীন এই বিমানের মিশন সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছে মার্কিন বিমান বাহিনী। মহাকাশবিষয়ক সংবাদ মাধ্যম স্পেসেক্স ডটকমের ওয়েবসাইট থেকে জানা যায়, এক্স-৩৭বি বিমানটি ২৯ ফুট লম্বা আর উচ্চতায় ৯.৫ ফুট। ওজন ৪ হাজার ৯শ’ ৮৯ কেজি।

এটা ছিল বিমানটির তৃতীয় মিশন। ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে আগামী বছর এটি চতুর্থ মিশনের জন্য যাত্রা করবে বলে জানিয়েছে বিমানবাহিনী কর্তৃপক্ষ।