মোজিলার ভিডিও চ্যাট সার্ভিস 'হ্যালো'

বহুল ব্যবহৃত ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মোজিলা এবার তৈরি করেছে নতুন ভিডিও চ্যাট সার্ভিস ‘হ্যালো’। এই প্ল্যাটফর্মে ভিডিও চ্যাট করতে ডাউনলোড করতে হবে না আলাদা কোনো সফটওয়্যার, প্রয়োজন নেই কোনো অ্যাকাউন্ট খোলার, শুধু মোজিলা ফায়ারফক্স ব্রাউজার থাকলেই ব্যবহার করা যাবে এই সেবা।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 01:41 PM
Updated : 17 Oct 2014, 01:41 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, বৃহস্পতিবার নতুন এই ফিচার ঘোষণা করেছে মোজিলা। হ্যালোর ভিডিও কলিং ফিচারে ব্যবহার করা হয়েছে ডাব্লিউআরটিসি ভিডিও প্রযুক্তি।

হ্যালো থেকে কল করা যাবে অপরব্যক্তির ব্রাউজারে একটি ওয়েব লিঙ্ক পাঠানোর মাধ্যমে। লিঙ্কটিতে ক্লিক করলেই সংযোগ স্থাপিত হবে ওই দুই ব্রাউজারের মধ্যে, চালু হবে অডিও কিংবা ভিডিও কল।

অ্যাপলের ফেইস টাইম, গুগলের হ্যাংআউটস, মাইক্রোসফটের স্কাইপের মতো সেবাগুলো ব্যবহারের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। তবে এদের সঙ্গে মোজিলার হ্যালোর প্রধান পার্থক্য হল শুধু মোজিলা ব্রাউজার থাকলেই ব্যবহারকারীরা ভিডিও কল করতে পারবেন। আলাদা অ্যাকাউন্ট খোলার বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই।