মাইক্রোসফটের ‘ইউনিভার্সাল ট্রান্সলেটর’

বিশ্বের সকল ভাষাভাষির জন্য ‘ইউনিভার্সাল ভয়েস ট্রান্সলেটর’ প্রযুক্তি নিয়ে কাজ করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপে অ্যাড-অন হিসেবে যোগ হবে মাইক্রোসফটের ‘স্কাইপ ট্রান্সলেটর’ ফিচার।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 01:40 PM
Updated : 17 Oct 2014, 01:40 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে মাইক্রোসফটের উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমে যোগ করা হবে অনুবাদক সফটওয়্যারটির বেটা ভার্সন। ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ প্রকল্পের গবেষণা থেকে পাওয়া তথ্যেরভিত্তিতে এই নতুন সেবা তৈরি হয়েছে বলেই জানিয়েছে সিনেট।

মাইক্রোসফটের এই ইউনিভার্সাল ট্রান্সলেটর ‘ডিপ নিউরাল নেটওয়ার্ক’ প্রযুক্তি নির্ভর। এই ধরনের ট্রান্সলেটর সিস্টেম তৈরির জন্য এর আগে যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেগুলোর তুলনায় এটি অনেক বেশি কার্যকর বলে জানিয়েছে সিনেট।

নতুন এই ‘স্কাইপ ট্রান্সলেটর’ কেবল স্কাইপেই সীমাবদ্ধ থাকবে, নাকি অন্যান্য প্ল্যাটফর্মেও ব্যবহার করা যাবে তা এখনও পরিষ্কার নয়। বিশ্বব্যাপী স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ কোটি। এই বিপুল পরিমাণ ব্যবহারকারীর জন্য অ্যাড-অনটি ফ্রি হবে কিনা সেক্ষেত্রেও অনিশ্চয়তা আছে।