শুক্রবার আসছে গুগলের ললিপপ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন অ্যান্ড্রয়েড ৫.০ ভার্সনটির নাম হবে ‘ললিপপ’। শুক্রবার মটোরোলার তৈরি নেক্সাস ৬ স্মার্টফোন দিয়ে আনুষ্ঠানিক অভিষেক হবে নতুন অ্যান্ড্রয়েড ওএসটির।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 01:18 PM
Updated : 16 Oct 2014, 01:18 PM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, মটোরোলার নেক্সাস ৬ স্মার্টফোনের পাশাপাশি এইচটিসির তৈরি ৮.৯ ইঞ্চির নেক্সাস ৯ ট্যাবলেটেও থাকবে নতুন অ্যান্ড্রয়েড ওএস।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেক্সাস ৫, নেক্সাস ৭ এবং নেক্সাস ১০ ডিভাইসেও নতুন এই ওএস যোগ হবে বলে নিশ্চিত করেছে গুগল। শুধু নেক্সাস ডিভাইস নয়, মটোরোলার তৈরি মটো এক্স, মটো জি, মটো ই, ড্রয়েড ম্যাক্স, ড্রয়েড মিনি এবং ড্রয়েড আল্ট্রা ডিভাইসেও ললিপপ আসবে খুব শীঘ্রই।

১৭ অক্টোবর অভিষেকের এক মাসের মধ্যেই সব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ইনস্টল করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে এনগ্যাজেট ডটকম।