আইনী বৈধতা পেল সিডি/ডিভিডির ‘কপি’

সিডি, এমপিথ্রি, ডিভিডি, ব্লু-রে আর ই-বুকের কপি করার অনুমতি পাচ্ছেন ব্রিটিশ নাগরিকরা। গ্রাহকরা এখন ইচ্ছা করলে তা কপি করে লোকাল স্টোরেজ বা ক্লাউডে রাখতে পারবেন। নতুন এই আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 10:51 AM
Updated : 2 Oct 2014, 10:51 AM

নতুন আইন অনুযায়ী ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সঙ্গে ডাটা শেয়ার করতে না পারলেও, নিজেদের ব্যাক্তিগত প্রয়োজনে ব্যাক আপ তৈরি করতে পারবেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের আইপিবিষয়ক মন্ত্রী বারোনেস নেভিলে-রোলফ এ বিষয়ে বলেন, ‘এই পরিবর্তন আমাদের আইপি আইনকে একুশ শতকের জন্য উপযোগী করে তুলেছে’।

নতুন আইনের ফলে নিজের জন্য সিডি, এমপিথ্রি, ডিভিডি, ব্লু-রে আর ই-বুক কপি করে রাখতে পারলেও ডুপ্লিকেট সিডি নিজের কাছে রেখে অরিজিনাল ডিস্ক বিক্রি করতে পারবেন না।

স্পটিফাই বা নেটফ্লিক্স এর মতো কোনো স্ট্রিমিং মিডিয়া থেকে কোনো স্ট্রিমড গান বা ভিডিও রেকর্ড করা যাবে না। এমনকি কোনো গ্রাহকেরও এ অনুমতি থাকবে না।

তবে গ্রাহকরা চাইলে কেনা টিভি ডাউনলোড, মুভি বা ই-বুক এক ফরমেট থেকে অন্য ফরমেটে পরিবর্তন করতে পারবেন।