সেলিব্রেটিরা ‘নির্বোধ’

যেসব সেলিব্রেটির নগ্ন ছবি ফাঁস হয়েছে তারা ‘নির্বোধ’ বলে মন্তব্য করেছেন  ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার গানথার ওয়েটিংগার। এ নিয়ে সমালোচিত হওয়ার পরও তিনি ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 10:42 AM
Updated : 2 Oct 2014, 12:05 PM

ওয়েটিংগার নভেম্বরে ইইউ এর ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটির কমিশনার হতে যাচ্ছেন।

ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্য জুলিয়া রেডা কমিশনারের এমন বিবৃতিকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলিয়া রেডা তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যাকে ইন্টারনেটে আস্থা বাড়ানোর জন্য দায়িত্ব দেয়া হচ্ছে যাতে ইউরোপিয়ানরা আরও বেশী অনলাইন ব্যবসা করতে পারে, তিনিই বরং অনুমতি ছাড়া ব্যাক্তিগত তথ্য হ্যাক হওয়ার শিকার হওয়া মানুষদেরই দোষ দিচ্ছেন।’

সেলিব্রিটিদের হ্যাক হওয়া ছবির ব্যাপারে ওয়েটিংগার বলেছেন, ‘যদি কোনো সেলিব্রিটি তাদের নগ্ন ছবি তোলার পর তা অনলাইনে রেখে তার নিরাপত্তা আমাদের কাছে চান, তবে তারা নিতান্তই নির্বোধ।’

বিবিসি’র একজন মুখপাত্র তার এই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন কি না বা মন্তব্যটি বিশ্লেষণ করবেন কি না জানতে চাইলে তিনি সরাসরি ‘না’ বলে দেন।