জার্মানিতে চাপের মুখে গুগল

ব্যবহারকারীদের ডেটা প্রোফাইল তৈরির আগে তাদের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়ার জন্য গুগলকে নির্দেশ দিয়েছেন জার্মানির হামবুর্গের ডেটা প্রোটেকশন কমিশনার।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:38 PM
Updated : 1 Oct 2014, 01:38 PM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন হ্যামবুর্গের ডেটা প্রোটেকশন কমিশনার। “ব্যবহারকারীর ডেটা কীভাবে ব্যবহৃত হবে সে ব্যাপারে যেন ব্যবহারকারীই সিদ্ধান্ত নিতে পারেন সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”-- বলা হয়েছে ওই বিবৃতিতে।

নিজেদের ডেটার উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানোর সুযোগ দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করা হলেও এতদিন গুগল তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছেন ডেটা প্রোটেকশন কমিশনার ইয়োহানেস ক্যাসপার।

এদিকে জার্মান ডেটা প্রোটেকশন কমিশনের সর্বশেষ এই নির্দেশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল।