মটোরোলার নেক্সাস ৬

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই আবারও গুজব রটেছে গুগলের নতুন নেক্সাস স্মার্টফোন নিয়ে। শোনা যাচ্ছে নতুন নেক্সাস স্মার্টফোনের নাম হবে ‘নেক্সাস ৬’, বাজারজাত করা হবে মটোরোলা ব্র্যান্ড নেইমের অংশ হিসেবে।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:30 PM
Updated : 1 Oct 2014, 01:30 PM

নতুন নেক্সাস নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে অ্যান্ড্রয়েড ব্লগ ‘অ্যান্ড্রয়েড পুলিশ’। ব্লগটির এক পোস্ট অনুযায়ী, ২০১৪ সালে বাজারে আসা মটো এক্স স্মার্টফোনের মতোই দেখেতে হবে নেক্সাস ৬।

নতুন নেক্সাস স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ‘এল’ অপারেটিং সিস্টেম থাকবে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ। ব্লগপোস্ট অনুযায়ী, নেক্সাস ৬-এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেলের ৫.৯ ইঞ্চির ডিসপ্লে, ৩ হাজার ২’শ মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সল ক্যামেরা। স্মার্টফোনটির সামনের দিকেই থাকবে স্টেরিও স্পিকার।

নতুন নেক্সাসে কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর এবং ৩ জিবি র‌্যাম থাকবে বলে শোনা যাচ্ছে বেশ আগে থেকেই। ধারণা করা হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে নেক্সাস ৬ স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেম উন্মোচন করবে গুগল।