‘উইন্ডোজ ১০’ আনছে মাইক্রোসফট

মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন ‘উইন্ডোজ ১০’ উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 07:04 PM
Updated : 30 Sept 2014, 07:04 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ‘উইন্ডোজ ১০’ দিয়ে বিজনেস মার্কেটে হারানো দখল ফিরে পেতে চাইছে মাইক্রোসফট। পার্সোনাল কম্পিউটারের বাজারে উইন্ডোজ নিজের দখল ধরে রাখতে পারলেও বিজনেস মার্কেট থেকে ইতিবাচক সাড়া পায়নি ‘উইন্ডোজ ৮’। 

ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিকোতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উইন্ডোজ ১০-কে মাইক্রোসফটের ‘সর্বকালের শ্রেষ্ঠ এন্টারপ্রাইজ প্লাটফর্ম’ বলে আখ্যা দেন মাইক্রোসফটে অপারেটিং সিস্টেমস বিভাগের প্রধান টেরি মেয়ারসন।

আভ্যন্তরীনভাবে উইন্ডোজের নতুন ভার্সনটিকে ‘থ্রেশহোল্ড’ নামেই ডাকা হচ্ছিল বলে জানিয়েছেন মেয়ারসন। প্রতিষ্ঠানটির জন্য নতুন ধরনের অপারেটিং সিস্টেম এটি, আর এত বড় এতটা পদক্ষেপের কারণেই নতুন উইন্ডোজ এই নামকরণ।

উইন্ডোজের নতুন ভার্সনটিকে ‘উইন্ডোজ ওয়ান’ নামকরণ করা যায় কি না সেটাও বিবেচনায় ছিল বলে জানিয়েছেন তিনি। তবে প্রায় কাছাকাছি নামের পণ্য থাকায় এর নামকরণ করা হয়েছে ‘উইন্ডোজ ১০’।