নেটফ্লিক্সেও মুক্তি পাচ্ছে নতুন সিনেমা

২০১৫ সালের অগাস্ট মাসে নেটফ্লিক্সে মুক্তি পাবে অ্যাং লি পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’-এর সিকুয়াল ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন: দ্য গ্রিন লিজেন্ড’। এই ইন্টারনেটে স্ট্রিমিং মিডিয়ায় কোন পূর্ণ-দৈর্ঘ্য চলচিত্র মুক্তির প্রথম ঘটনা হবে এটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 12:17 PM
Updated : 30 Sept 2014, 12:17 PM

অনলাইনে স্ট্রিমিংয়ের মাধ্যমে চলচ্চিত্র ‘ভাড়া’ দেওয়ার ক্ষেত্রে বিশ্বে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি ডিভিডি এবং ব্লুরে ডিস্কও ভাড়া দিয়ে থাকে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন: দ্য গ্রিন লিজেন্ড’ সিকুয়াল নিয়ে মার্কিন ফিল্ম স্টুডিও ‘দ্য ওয়েনস্টিন কোম্পানি’র সঙ্গে জোট বেঁধেছে নেটফ্লিক্স। বিশ্বের ৪০টি দেশে ৫ কোটিরও বেশি গ্রাহক আছে নেটফ্লিক্সের।

সিকুয়ালে অভিনয় করবেন, বন্ড গার্ল খ্যাত অভিনেত্রী মিশেল ইয়োহ। তবে পরিচালক হিসেবে থাকছেন না অ্যাং লি। তার স্থলাভিষিক্ত হয়েছেন চীনের পরিচালক ইউয়েন ও-পিং।

১৯৯৭ সালে পোস্টাল ডিভিডি ভাড়ার সেবা হিসেবে নেটফ্লিক্সের শুরু। ২০১৪ সালের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ৭ কোটি ১০ লাখ ডলার।