অবশেষে চীনে এক্সবক্স ওয়ান

অবশেষে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে এক্সবক্স ওয়ান গেইমিং কনসোল বিক্রি শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে পিছিয়ে রয়েছে শীর্ষ প্রতিদ্বন্দ্বী সনি ও নিনটেনডো।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 12:15 PM
Updated : 30 Sept 2014, 12:15 PM

দেশটিতে গেইমিং কনসোলের উপর নিষেধাজ্ঞা ছিল দীর্ঘ ১৪ বছর। নিষেধাজ্ঞা উঠার পর চীনের বাজারে প্রথম গেইমিং কনসোল হিসেবে অভিষেক হলো এক্সবক্স ওয়ানের।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের বাজারে এক্সবক্স ওয়ান বিক্রি হচ্ছে ৪ হাজার ৩’শ ইউয়ান (বা প্রায় ৭০০ ডলার) দামে। কনসোলে নিষেধাজ্ঞা উঠলেও সবুজ সংকেত পায়নি ‘কল অফ ডিউটি’র মতো অনেকগুলো জনপ্রিয় গেইম।

চীনের বাজারে এক্সবক্স ওয়ানের জন্য আপাতত ১০টি গেইম বিক্রি হচ্ছে। আরও ৭০টি গেইম নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বী সনির প্লেস্টেশন ৪ গেইমিং কনসোলের বিপরীতে পিছিয়ে পরেছে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান। কিন্তু চীনের বাজারে প্লেস্টেশন অভিষেকের দিনটি এখনও চুড়ান্ত নয়।

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের বাজারগুলোর একটি চীন। ওই একটি বাজারের উপর নির্ভর করেই এক্সবক্স ওয়ান প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বোদ্ধাদের অনেকেই।