কাগজের প্লেনে ৮২ মাইল!

কাগজের তৈরি প্লেন ৮২ মাইল উড়ে সৃষ্টি করেছে বিশ্বরেকর্ড। হিলিয়াম বেলুন থেকে ছোড়া কাগজের প্লেনটি উড়েছে মোট ২ ঘন্টা ৭ মিনিট।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 02:56 PM
Updated : 29 Sept 2014, 02:56 PM

প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, এই কাগজের প্লেন তৈরি করেছেন মার্কিন বিমান বাহিনীর সেচ্ছাসেবক দল ‘ইউএস ফক্স ভ্যালি কম্পোজিট স্কোয়াড্রন’-এর সদস্যরা।

ভূপৃষ্ঠ থেকে ৯৬ হাজার ৫৬৩ ফিট উপরে হিলিয়াম বেলুন থেকে ছোড়ার পর ২ ঘন্টা ৭ মিনিটে মোট ৮১ মাইল ৫ হাজার ১৭০ ফিট পাড়ি দেয় প্লেনটি।

কাগজের এই প্লেনের ওজন ছিল ৪২৪ গ্রাম। জিপিএস ট্র্যাকার, এইচডি ভিডিও ক্যামেরা, তাপমাত্রা ও বায়োমেট্রিক প্রেসার সেন্সর ও সোলার প্যানেল জুড়ে দেওয়া হয়েছিল এতে। যন্ত্রাংশগুলো নিয়ন্ত্রণের জন্য প্লেনটিতে ছিল একটি ফ্লাইট কম্পিউটারও।