লেনোভোর মালিকানায় আইবিএমের এক্স৮৬

২১০ কোটি ডলারে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশনের (আইবিএম) এক্স৮৬ সার্ভার বিভাগ কিনে নিচ্ছে চীনের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভো গ্রুপ।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 01:39 PM
Updated : 29 Sept 2014, 01:39 PM

বুধবারেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে লেনোভো। আইবিএমের এক্স৮৬ সার্ভার বিভাগ কেনার ফলে প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিপরীতে লেনোভোর অবস্থান আরও পোক্ত হবে বলে জানিয়েছে রয়টার্স।

২০১৩ সালেই বিশ্বের শীর্ষ ল্যাপটপ বিক্রেতা প্রতিষ্ঠানের খেতাব দখলে নিয়েছিল লেনোভো। এরপর প্রযুক্তিপণ্যের বাজারে ক্রমশ প্রতিষ্ঠানটির প্রভাব বেড়েই চলেছে। চলতি বছরের শুরুতেই ২৯০ কোটি ডলারের বিনিময়ে গুগলের মটরোলা স্মার্টফোন ইউনিট কিনে নেওয়ার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রথম বছরেই এক্স৮৬ সার্ভার বিভাগ থেকে ৫’শ কোটি ডলার আয়ের আশা করছেন লেনোভোর প্রধান নির্বাহী ইয়াং ইয়ুনকিং। আইবিএমের সার্ভার বিভাগটি কেনার মাধ্যমে এইচপি এবং ডেলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় লেনোভো এগিয়ে যাবে বলেই এক সাক্ষাৎকারে জানান তিনি।