নতুন আইওএস আপডেট

আইওএস ৮.০.১ বিড়ম্বনার একদিনের মধ্যে আইওএস ৮.০.২ নিয়ে এসেছে অ্যাপল। আইওএস অপারেটিং সিস্টেমের ৮.০.১-এর নেটওয়ার্ক আর ফিঙ্গারপ্রিন্ট রিডার সংশ্লিষ্ট জটিলতার সমাধান করবে বলেই মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির  দাবি। 

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2014, 01:02 PM
Updated : 27 Sept 2014, 01:02 PM

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের দাবি আইওএস ৮.০.১ ইনস্টল করে ভোগান্তির শিকার হয়েছেন ৪০ হাজার আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাস ব্যবহারকারী।

ব্যবহারকারীদের অভিযোগের কারণে লঞ্চ করার কয়েক ঘন্টার মধ্যে আপডেটটি তুলে নেয় অ্যাপল।

আইওএস ৮.০.২-এর সঙ্গে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইওএস ৮.০.১ ব্যর্থতার জন্য ক্ষমাও চেয়েছে অ্যাপল।

“এখন আইওএস ৮.০.২ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ৮.০.১ ইনস্টল করে আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাসের ব্যবহারকারীরা যে জটিলতার শিকার হয়েছিলেন সেটা সমাধান করবে এই নতুন আপডেট। আইওএস ৮.০.১ বাগের কারণে ভোগান্তির শিকার আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাস ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইছি আমরা।”-- বিবৃতিতে এমনটাই বলেছে অ্যাপল।

আইফোন আর আইপ্যাড ডিভাইসের জন্য আইওএস ৮ অপারেটিং সিস্টেমের অভিষেক ১৭ সেপ্টেম্বর। শুরু থেকেই ওএসটি ধীর গতি, ওয়াই-ফাই ব্লুটুথ সংযোগ এবং কিবোর্ড জটিলতা নিয়ে নানান অভিযোগ তুলছিলেন ব্যবহারকারীরা।