ইউরোপে স্যামসাংয়ের ল্যাপটপ বন্ধ!

ইউরোপের বাজারে ল্যাপটপ বিক্রি বন্ধ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলগুলোতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2014, 12:50 PM
Updated : 25 Sept 2014, 12:50 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে ইউরোপের বাজারে জনপ্রিয় ক্রোমবুকসহ অন্যান্য ল্যাপটপ কম্পিউটার বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেছে স্যামসাং।

“আমরা বাজারের চাহিদার সঙ্গে খুব দ্রুত খাপ খাইয়ে নেই। আপাতত ইউরোপের বাজারে ক্রোমবুকসহ ল্যাপটপ কম্পিউটার বিক্রি করা বন্ধ করে দিচ্ছি আমরা। এই সিদ্ধান্ত কেবল এই অঞ্চলের জন্যই।”, বলা হয়েছে স্যামসাংয়ের বিবৃতিতে।

পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি পণ্যের বাজার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রতিযোগিতামূলক বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে এই প্রতিষ্ঠান।