নতুন ব্লুটুথ স্পিকার ‘পাংক’

মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সোল রিপাবলিক বাজারে এনেছে নতুন পোর্টেবল ব্লুটুথ স্পিকার ‘পাংক’। ২০১৩ সালে মটোরোলার সঙ্গে জোট বেঁধে তৈরি করা ডেক স্পিকারের আদলে তৈরি করা হয়েছে এই স্পিকার। তবে ডেকের চেয়ে হালকা এবং আকারে ছোট এই ডিভাইস।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 01:15 PM
Updated : 24 Sept 2014, 01:15 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৫.৭ ওয়াটের স্পিকারে চড়া ভলিউমেও শব্দ বিকৃতির পরিমাণ খুবই কম। একাধিক স্পিকার সংযোগ দেওয়ার জন্য পাংকে আছে মিনি-জ্যাক।

স্পিকারের ভলিউম ও প্লেব্যাক বাটনগুলো আকারে বড়, ফলে হাতের আন্দাজেই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। এই ব্লটুথ স্পিকারের ব্যাটারি চলবে টানা ৮ ঘন্টা।

ডেক স্পিকারের মতো পাংকের কেসিংয়ের বাইরের দিকে আছে রাবারের আস্তরণ। তবে সোল রিপাবলিকের দাবি, ডেকের থেকে পাংকের কেসিং বেশি শক্তিশালী। এই স্পিকার পানি, ধুলা ও বৈদ্যুতিক শক নিরোধক।

ম্যাশএবরের প্রতিবেদন অনুযায়ী পাংক-এর দাম হবে ৬৯.৯৯ ডলার। পাওয়া যাবে লাল, নীল ও কালো এই তিনটি রংয়ে।