ব্ল্যাকবেরির ‘পাসপোর্ট’

নতুন ‘ব্ল্যাকবেরি পাসপোর্ট’ নিয়ে এসেছে কানাডীয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড। বুধবার কানাডার টরোন্টোতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনের বাজারে এই নতুন ফোনের অভিষেক হলো।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 12:54 PM
Updated : 24 Sept 2014, 12:54 PM

জিএসএম এরিনায় প্রকাশিত তথ্য অনুযায়ী, টাচ সেনসেটিভ কি-বোর্ডের এই স্মার্টফোন চলবে ব্ল্যাকবেরি ১০.৩ অপারেটিং সিস্টেমে। অন্যান্য ফিচারের মধ্যে আছে ১৪৪০ বাই ১৪৪০ পিক্সেলের ৪.৫ ইঞ্চি ডিসপ্লে। আছে কোয়াড-কোর ২.২৬ গিগাহার্টজের ক্রেইট ৪০০ সিপিইউ, অ্যাড্রিনো ৩৩০ জিপিইউ এবং ৩ জিবি র‌্যাম। আরও আছে ৩৪৫০ মিলিঅ্যাম্পের ব্যাটারি।

অন্যদিকে সিম ছাড়া ব্ল্যাকবেরি পাসপোর্টের দাম ৫৯৯ ডলার হবে বলেই জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতায় ফিরতে ‘ব্ল্যাকবেরি পাসপোর্ট’-কে গুরুত্বপূর্ণ একটি পণ্য বলে বিবেচনা করছে ব্ল্যাকবেরি লিমিটেড।

শুক্রবার বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ব্ল্যাকবেরি। অন্যদিকে জনপ্রিয় বোল্ড সিরিজের মোবাইলগুলোর সঙ্গে মিল রেখে ডিজাইন করা ব্ল্যাকবেরি ক্লাসিক স্মার্টফোনও বাজারে আসবে এ বছরেই।

সব মিলিয়ে আগামী কয়েক মাস ব্ল্যাকবেরির লিমিটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।