এল ই-কমার্স মেলার অ্যান্ড্রয়েড অ্যাপ

২৫ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ই-কমার্স ফেয়ার ২০১৪। এই উপলক্ষ্যে গুগল প্লে স্টোরে যোগ হয়েছে ‘ই-কমার্স ফেয়ার-২০১৪’ শিরোনামের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ।

প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 01:36 PM
Updated : 23 Sept 2014, 01:36 PM

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অ্যাপটি বানিয়েছে স্মার্টফোন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান রিভেরি কর্পোরেশন লিমিটেড। অ্যাপটির উদ্বোধন করা হয় তথ্যপ্রযুক্তিবিষয়ক মাসিক প্রকাশনা ‘কম্পিউটার জগৎ’-এর কার্যালয়ে।

ই-কমার্স ফেয়ারে অংশ নিতে রেজিস্ট্রিশন করা যাবে অ্যাপটির মাধ্যমে। এ পর্যন্ত যতগুলো ই-কমার্স ফেয়ার হয়েছে তার সব আপডেট এ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

অ্যাপটিতে ই-কমার্স ফেয়ারের লোকেশন ও সোশাল নেটওয়ার্কিং অপশন থাকবে।

অ্যাপটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহেদ তমাল এবং রিভেরি কর্পোরেশন লিমিটেডের প্রধান নির্বাহী নাছিমা আক্তার।