আইওএস ৮ ইনস্টল, ডেটা না মুছেই

টেক জায়ান্ট অ্যাপলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ৮ ইনস্টল করতে গিয়ে ব্যবহারকারীরা মুখোমুখি হচ্ছেন মেমোরি জটিলতার। তবে এই জটিলতার সমাধান পাওয়া যাবে আইটিউনস-এ।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 01:53 PM
Updated : 22 Sept 2014, 01:53 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৮ এর ফাইল সাইজ মাত্র ১.২ গিগাবাইট, যেখানে আইওএস ৭ এর ফাইল সাইজ ছিল ২.৯ গিগাবাইট। তবে সমস্যাটি হল ডিভাইসের মাধ্যমে আইওএস ৮ ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন ৫.৭ গিগাবাইট খালি মেমোরি। ফলে অধিকাংশ ব্যবহারকারীই বাধ্য হচ্ছেন নিজেদের ডিভাইসের বিভিন্ন প্রয়োজনীয় ডেটা মুছে ফেলতে।

সমাধান আইটিউনস।

আইফোন বা আইপ্যাডটিকে কম্পিউটার কিংবা ম্যাক থেকে আইটিউনসে কানেক্ট করে আইওএস ৮ ডাউনলোড করতে হবে। পরে ফাইলটি ডিভাইসে ইনস্টল করে নিতে হবে। এছাড়া ডিভাইস থেকে আইওএস আপগ্রেড করার চেয়ে কম্পিউটার থেকে আপগ্রেড করা বেশি নিরাপদ।

তবে কম্পিউটার থেকে আইওএস আপগ্রেড করার ক্ষেত্রে আইটিউনসে ‘রিস্টোর আইফোন’ এর পরিবর্তে সিলেক্ট করতে হবে ‘চেক ফর আপডেট’ অপশনটি। রিস্টোর আইফোন অপশনটি মুছে দেবে ডিভাইসের সকল ডেটা।

এছাড়া পদ্ধতিটি অনুসরণ করার আগে আইক্লাউডে প্রয়োজনীয় ডেটাগুলোর ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে ম্যাশএবল।