আইওএস ৮-এ নতুন এনক্রিপশন!

আইওএস অপারেটিং সিস্টেম সর্বশেষ আপডেট ‘আইওএস ৮’-এ নতুন এনক্রিপশন প্রযুক্তি যোগ করেছে অ্যাপল। আইওএসের আগের সংস্করণগুলোতে ব্যবহারকারীর পাসকোড বাইপাস করার সুযোগ ছিল প্রতিষ্ঠানটির। আইওএস ৮-এর নতুন এনক্রিপশনে সেই সুযোগ থাকছে না বলেই জানিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 12:49 PM
Updated : 20 Sept 2014, 12:49 PM

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নতুন এনক্রিপশন ব্যবস্থা সম্পর্কে অ্যাপল বিস্তারিত জানিয়েছে এক ব্লগ পোস্টে। পুলিশ সার্চ ওয়ারেন্ট দেখালেও,  নতুন এনক্রিপশন সেবার বদৌলতে ব্যবহারকারীর ডিভাইসের পাসকোড বাইপাস করে ডেটা সংগ্রহ করে দিতে পারবে না অ্যাপল।

নতুন এই পরিবর্তনের ফলে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে অ্যাপলের উপর চাপ সৃষ্টি করে ব্যবহারকারীদের ডিভাইস থেকে ইমেইল, ফটো এবং অন্যান্য ডেটা সংগ্রহ করার চেষ্টা করলেও সফল হবে না আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তবে ব্যক্তিগত ডেটা আইক্লাউডে সংরক্ষণ করলে সেক্ষেত্রে আইওএস৮ এর এনক্রিপশন সিস্টেম কাজ করবে না।