ফের ‘পোর্শে ডিজাইনে’ ব্ল্যাকবেরি

জার্মান স্পোর্টস কার নির্মাতা পোর্শের অঙ্গপ্রতিষ্ঠান ‘পোর্শে ডিজাইন গ্রুপ’-এর সঙ্গে জোট বেঁধে নতুন স্মার্টফোন ডিজাইন করছে কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি লিমিটেড। ব্ল্যাকবেরির নতুন এই স্মার্টফোনে থাকবে প্রতিষ্ঠানটির জনপ্রিয় কোয়ার্টি কিপ্যাড, চলবে ‘ব্ল্যাকবেরি ১০’ অপারেটিং সিস্টেমে।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 02:10 PM
Updated : 18 Sept 2014, 02:10 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই নিয়ে তৃতীয়বারের মতো জোট বাঁধছে ব্ল্যাকবেরি ও পোর্শে ডিজাইন।

‘পোর্শে ডিজাইন’ শ্রেণির ব্ল্যাকবেরি মডেলগুলো সাধারণত দামি হয়ে থাকে। বাজারে এই জোটের সর্বশেষ স্মার্টফোনটির দাম ছিল দুই হাজার ডলার। নতুন স্মার্টফোনটির আগেরটির মতো ব্যয়বহুল হবে বলেই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি।

দামের ব্যাপারে মুখ না খুললেও অক্টোবর মাসেই বাজারে নতুন স্মার্টফোনের অভিষেক হবে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।

অ্যাপলের আইফোন আর গুগলের ওপেন প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েডনির্ভর স্মার্টফোনের দাপটে স্মার্টফোন বাজারে অনেক পিছিয়ে পরেছে ব্ল্যাকবেরি। তারপরও নতুন স্মার্টফোনের মাধ্যমে বাজার থেকে লাভের অংক উঠিয়ে আনার আশা ছাড়ছেন না প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।