প্লেস্টেশনের সুদিন

গেইমিং কনসোল প্লেস্টেশন ফোরের সাফল্যে সনির লাভের অংক উর্ধমুখী। চলতি অর্থবছরে প্লেস্টেশন ফোর বিক্রি করে সনি এতোটাই সাফল্য পেয়েছে দ্বিতীয়বারের মতো সম্ভাব্য লাভের অংক বাড়ানোর আশা করছে তারা।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 02:06 PM
Updated : 18 Sept 2014, 02:06 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ১৩ অগাস্ট পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটিরও বেশি প্লেস্টেশন ফোর গেইমিং কনসোল বিক্রি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটি।

আগামী বছরেও প্লেস্টেশন ফোর সনির লাভের পরিমাণ বাড়াবে বলে বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছেন সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের সিইও অ্যান্ড্রু হাউস।

প্লেস্টেশনের উর্ধমুখী সাফল্যের কারণে চলতি বছর থেকে মার্চ ২০১৫-এর মধ্যে সম্ভাব্য লাভের টার্গেট ২ হাজার কোটি ইয়েন থেকে বাড়িয়ে আড়াই হাজার কোটি ইয়েন নির্ধারণ করেছে সনি।

যুক্তরাষ্ট্রে সনির ক্লাউডভিত্তিক টিভি সার্ভিস চালু হলে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন হাউস।